আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
গভীর রাতে কিসের তীব্র সুবাসে ঘুম ভেঙ্গে গেল শিমুলের। শিমুল চোখ মেলে আলো জ্বেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখল, রাত এখন দুটো। শিমুল আলো নিভিয়ে আবার বিছানায় শুয়ে পড়লো। তারপর মন দিয়ে সুবাসটাকে বুঝার চেষ্টা করলো, কিসের সুভাস এটা! সামান্য সময় ক্ষেপন করেই বুঝতে পারলো কামিনী ফুলের গন্ধ এটি। হ্যাঁ, তাদের বাড়িতে একটি কামিনী ফুলের গাছ আছে। সেটা তাদের এই দুইবিঘা বাড়ির শেষ সীমানায়। যেখানে অন্যান্য গাছ মিলে ঝোপঝাপারি হয়ে আছে। সেখানে কয়েকটা আমগাছ-কাঁঠালগাছের সাথে একটা বিশাল আকারের জাম গাছও আছে। আর কিছু আগাছালি হয়ে ঝোপঝাপের রূপধারণ করে আছে।