আতংক মহাদেশের এটা একটা বিরাট দেশ। মানব সভ্যতার চরম শিখর এর বৈশিষ্ট্য। এ দেশের চার পার্শ্ব ঘিরে সৃজনশীলতা আর চ্যালেঞ্জের দেয়াল। চোখ তুলে তাকালে দেখা যাবে চকচকে মানব নিবাস। পরিচ্ছন্ন অত্যাধুনিক পরিবেশ। ইচ্ছে করলে শান্ত অথবা ব্যস্ত জীবন। যাকে বলে যেমন খুশি। শহরের মানুষগুলো খুব মনোনিয়োগ মনা। সহনশীলতা আর পরিশ্রমের মান ওদের বেঁচে থাকার মাপকাঠি। তাই সে শহরে গড়ে উঠেছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গোপন পয়েন্ট রুম, এগুলো জানা যায়, শুনা যায়। ভাবা যায়। কিন্তু সরজমিনে দেখা যায় না। কারণ শহর প্রশাসন এ ব্যাপারে এতই সজাগ কোন মতেই তাদের দেশের ব্যক্তিগত প্রতিরক্ষা, ভবিষ্যৎ অথবা চলমান চিন্তা ভাবনা কোন অবস্থায় কাউকে জানতে বা বুঝতে দেয় না। অথচ সেই শহরে প্রকৃতির দেওয়া গাছপালা থেকে শুরু করে জল, কাদা সব আছে। আছে ধনবান, গরিব, শ্রমজীবি কলেজ হাসপাতাল পার্ক, কর্মশালা প্রভৃতি।