না-বলা কষ্টের কথা বলা উচিত নয়। তারপরেও বলছি কারণ মানুষ জানুক, দেশবাসি জানুক। যদি কেউ না জানে তবে আমার কষ্ট-বেদনা আমারই থেকে গেল। কেউ জানল না, বুঝলও না। তাই বলে যাচ্ছি এবার মরেও শান্তি পাব যে, আমার দুঃখ-কষ্টের কথা দেশবাসিকে জানিয়েছি।
আমাদের গ্রাম সুন্দর ও পরিপূর্ণতা পেয়েছে সবদিক দিয়ে। সকলেই যেন সুখী, সেই সাথে আমরাও। বাবা মাতব্বর, বিচার-আচার করেই দিন কাটাতেন। আমাদের বেশ কিছু ধানি জমি আছে, তাতে কামলারা কাজ করে। গরু আছে। বাবা শুধু দিকনির্দেশনা দিয়েই চালাচ্ছেন। আমরা তো ভাল আছি, গ্রামের সব মানুষ ভাল আছে। যদিও কেউ গরীব আছে তারাও বাড়ি বাড়ি কাজ করে এবং ধানি খোলায় (চাতাল) কাজ করে ভাল রুজি-রোজগার করে ভালভাবেই দিন যাপন করছে।