ঢং ঢং করে ঘণ্টা বাজছে। ঘণ্টা বাজা শেষ হলে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক শারমিন সুলতানা সুমি টিচার্স রুম থেকে উঠে ক্লাসের দিকে রওয়ানা হয়। ক্লাসে ঢুকে প্রথমে ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করে তারপর নির্ধারিত পাঠ্যসূচি অনুসারে তার লেকচার শুরু করে। লেকচারের বিষয় 'ল' অ্যান্ড মরালিটি। একজন ভালো মানুষের জন্য বিনা লাইসেন্সে বন্দুক রাখা নৈতিকতরা দিক থেকে সমর্থনযোগ্য হতে পারে কিন্তু আইনের কাছে সেটা সমর্থনযোগ্য নয়। অপর দিকে একজন ক্ষুধার্তকে অন্ন প্রদান না করা আইনবিরোধী নয় কিন্তু নৈতিকতাবিরোধী। বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এইসব কথা বলতে থাকে শারিমন। চমৎকার বাচনভঙ্গী তার। তন্ময় হয়ে শুনছে ছাত্রছাত্রীরা। কিছু অমনোযোগী ছাত্রছাত্রীও আছে। তারা কানাকানি করছে ম্যাডাম এখনো বিয়ে করেনি। বোধহয় ছ্যাকা ট্যাকা খেয়েছে। এসব আলোচনা শারমিনের কানে পৌছেনি।