Category:মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
"মহাকাশের রহস্য" বইয়ের ভূমিকা:
শেষপর্যন্ত জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আমার কোনাে বই বের হল। এর আগে কবিতার বই বের হলেও অন্য বিষয়ের ওপর কোনাে বই বের হয়নি। ছােটবেলা থেকেই মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে আমার বেশ কৌতূহল ছিল। যে কারণে একটু বড় হয়ে এইসব কৌতূহল মেটাতে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অনেক বই পড়েছি এবং জানার চেষ্টা করেছি। সূর্যের আলাে তৈরি হয় কিভাবে, চাঁদের কেন একপাশই আমরা সবসময় দেখি, এই সৌরজগতের সবচেয়ে বড় চাদ কোনটি, সূর্য কাকে কেন্দ্র করে ঘােরে, ধ্রুবতারা কেন স্থান বদলায় না, ইত্যাদি সম্পর্কে। একদিন জনপ্রিয় অনলাইন পত্রিকা রাইজিংবিডি’র সহ-সম্পাদক মনিরুল হক ফিরােজ আমার এইসব আগ্রহের কথা এবং এই নিয়ে আমার পড়াশােনার কথা জেনে রাইজিংবিডি’র বিজ্ঞান পাতায় ধারাবাহিকভাবে গ্যালাক্সি-সিরিজ লেখার আহবান জানান। আমি রাজি হই। ক্রমে ক্রমে মহাকাশের বিভিন্ন বিষয়ের ওপর বেশকিছু ফিচার লিখি। রাইজিংবিডি’র পাঠকদের কাছে বেশ সাড়া পাই। প্রত্যেকটি ফিচার লিখতে গিয়ে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক যে-সকল বই আমি পড়েছি সেগুলাের মধ্যে থেকে। বেশকিছু বইয়ের সাহায্য নিয়েছি এবং সেসব বইয়ের যে বর্ণনাগুলােকে আমি গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলাে অপরিবর্তিত রেখেছি। প্রত্যেকটি ফিচারের শেষে রেফারেন্স উল্লেখ করেছি। তবে উপস্থাপনে আমি যতটা পারা যায় সারল্য আনতে চেয়েছি, যতটা পারা যায় পাঠককে সরলভাবে এই কঠিন বিষয়গুলাে বােঝানাের চেষ্টা করেছি। প্রত্যেকটি ফিচার লেখার পূর্বে পুনরায় সকল তথ্য ইন্টারনেটের মাধ্যমে যাচাই-বাছাই করেছি এবং নতুন আবিষ্কৃত তথ্য ও সে-সম্পর্কিত সকলকিছু যােগ করেছি। প্রকাশনা প্রতিষ্ঠান অগ্রদূত অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মনি মহম্মদ রুহুল আমিন আমার ফিচারগুলাে পড়ে বই হিসেবে প্রকাশের সিদ্ধান্তের কথা আমাকে জানান। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবকিছুর পর কোনাে ভুল থাকলে পাঠক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
Report incorrect information