১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
শেষপর্যন্ত জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আমার কোনাে বই বের হল। এর আগে কবিতার বই বের হলেও অন্য বিষয়ের ওপর কোনাে বই বের হয়নি। ছােটবেলা থেকেই মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে আমার বেশ কৌতূহল ছিল। যে কারণে একটু বড় হয়ে এইসব কৌতূহল মেটাতে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অনেক বই পড়েছি এবং জানার চেষ্টা করেছি। সূর্যের আলাে তৈরি হয় কিভাবে, চাঁদের কেন একপাশই আমরা সবসময় দেখি, এই সৌরজগতের সবচেয়ে বড় চাদ কোনটি, সূর্য কাকে কেন্দ্র করে ঘােরে, ধ্রুবতারা কেন স্থান বদলায় না, ইত্যাদি সম্পর্কে। একদিন জনপ্রিয় অনলাইন পত্রিকা রাইজিংবিডি’র সহ-সম্পাদক মনিরুল হক ফিরােজ আমার এইসব আগ্রহের কথা এবং এই নিয়ে আমার পড়াশােনার কথা জেনে রাইজিংবিডি’র বিজ্ঞান পাতায় ধারাবাহিকভাবে গ্যালাক্সি-সিরিজ লেখার আহবান জানান। আমি রাজি হই। ক্রমে ক্রমে মহাকাশের বিভিন্ন বিষয়ের ওপর বেশকিছু ফিচার লিখি। রাইজিংবিডি’র পাঠকদের কাছে বেশ সাড়া পাই। প্রত্যেকটি ফিচার লিখতে গিয়ে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক যে-সকল বই আমি পড়েছি সেগুলাের মধ্যে থেকে। বেশকিছু বইয়ের সাহায্য নিয়েছি এবং সেসব বইয়ের যে বর্ণনাগুলােকে আমি গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলাে অপরিবর্তিত রেখেছি। প্রত্যেকটি ফিচারের শেষে রেফারেন্স উল্লেখ করেছি। তবে উপস্থাপনে আমি যতটা পারা যায় সারল্য আনতে চেয়েছি, যতটা পারা যায় পাঠককে সরলভাবে এই কঠিন বিষয়গুলাে বােঝানাের চেষ্টা করেছি। প্রত্যেকটি ফিচার লেখার পূর্বে পুনরায় সকল তথ্য ইন্টারনেটের মাধ্যমে যাচাই-বাছাই করেছি এবং নতুন আবিষ্কৃত তথ্য ও সে-সম্পর্কিত সকলকিছু যােগ করেছি। প্রকাশনা প্রতিষ্ঠান অগ্রদূত অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মনি মহম্মদ রুহুল আমিন আমার ফিচারগুলাে পড়ে বই হিসেবে প্রকাশের সিদ্ধান্তের কথা আমাকে জানান। আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবকিছুর পর কোনাে ভুল থাকলে পাঠক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
Aho Nouroz অহ নওরোজ ১২ই জুন তারিখে বাংলাদেশের ঝিনাইদহে জন্মগ্রহণ করেছেন। বেড়ে উঠেছেন যশোরের অভয়নগরে। বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকায় বাস। লেখালেখিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। মূলত কবি, এছাড়া দুইবাংলার বিভিন্ন মাসিক এবং দৈনিক পত্রিকায় বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ফিচার লিখে থাকেন। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, জ্যোতির্বিজ্ঞান, ইতিহাস, ভ্রমণ, ধর্ম, সৃষ্টিতত্ব এবং সিনেমা উল্লেখযোগ্য। এছাড়া বিভিন্ন সময়ে রচনা করেছেন বেশকিছু নাটকের চিত্রনাট্য। কবি প্রকাশনী থেকে তার প্রথম কাব্যগ্রন্থ ‘নীল নৌকার নারী’ প্রকাশিত হয় ২০১৫ সালে। একই প্রকাশনী থেকে দ্বিতীয় গ্রন্থ ‘রোমন্থনের সনদ’ ২০১৬ সালে প্রকাশিত হয়। তিনি বর্তমান সময়ের তরুণ প্রতিশ্রুতিশীল কবিদের মধ্যে উল্লেখযোগ্য।