''জলপরীর দেশে" বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
জো ছনা প্লাবিত মায়াবী রাত। ফুটফুটে জোছনা। নদীটা কুলকুল শব্দে বয়ে যাচ্ছে। একটানা পতঙ্গের সুর ভেসে বেড়াচ্ছে বাতাশে। ঢেউগুলো মৃদু মৃদু দুলছে, নেচে-নেচে বেড়াচ্ছে। যেন নর্তকীর মত চঞ্চলা। আলোয় আলোয় ডেউগুলো মুক্তার মত চিকচিক করে ।
মিনু নদীটার নিকট এসে থামে। বয়স তার এমন খুব একটা বেশী না, সবে দশে পা দিয়েছে। বড্ড দুষ্টু। ধীরে ধীরে নদীর অতি নিকটে এসে বসে। মুগ্ধ নয়নে দেখতে থাকে নদীর দিকে।
এলোমেলো চুলগুলো চোখের উপর এসে পড়ে। আঙ্গুল দিয়ে আবার ঠিক করে নেয়। মনে হয় ছোট ডেউগুলো তাকে হাতছানি দিয়ে ডাকছে। মৃদু বাতাস তার শরীরে যেন একটা আমেজ ছড়িয়ে দিচ্ছে। মনকে উৎফুল্ল করছে।