Category:সমকালীন গল্প
"এ জীবন সমুদ্রস্বভাবী" বইয়ের ফ্ল্যাপে লেখা:
এ জীবন সমুদ্রস্বভাবী গল্পগ্রন্থ নিয়ে সুরাইয়া হালিমের আবির্ভাব আমাদের সাহিত্যে বেশ চমকে দেওয়ার মতাে একটি ঘটনা। আমাদের জগৎ ও জীবন, নানা দ্বন্দ্ব ও জটিলতায় আকীর্ণ এই যে ধুলােমাটির সংসার, তাঁর বিবিধ আকুলতা, প্রত্যাশা ও স্বপ্নভঙ্গের সঙ্গে সুনিবিড় পরিচয় আছে সুরাইয়ার। তিনি জানেন, কেমন করে জীবন বয়ে চলে, কেমন করে কোন মুহূর্তে একান্ত আপনজনও বহুদিন ধরে। দেখা যৌথ স্বপ্নগুলােকে ছিন্নভিন্ন করে দেয়, কোন চোরাস্রোতে কখন ঘনিয়ে আসে সর্বনাশ-এসবই তিনি দেখেন গভীর চোখে। আর রূপায়িত করেন অপরূপ অন্তরঙ্গতায়। বিশেষ করে, জনমদুখিনি নারীর বেদনার্ত জীবনগাথা তিনি গভীর সংবেদনের সঙ্গে উন্মােচিত করেন। সবচেয়ে বড় কথা, তিনি জানেন জীবনের এসব উপাখ্যানকে কীভাবে কোন প্রকরণে ধরে দিতে হয়। অপূর্ব শিল্পকারুতায় কীভাবে এগিয়ে নিতে হয় নির্মাণকাজ! সুরাইয়া হালিম গল্পরচনায় নিয়মিত হলে তা হবে আমাদের জন্য সত্যিই একটি সুসংবাদ।
Report incorrect information