Category:সমকালীন গল্প
"পার্শ্বচরিত্র" ফ্ল্যাপের লেখা:
এই বইতে পনেরটি গল্প আছে। পাঁচ ভাগে বিভক্ত। এগুলাে সমগ্র মানবজীবনের পাঁচটি বিশেষ সময়ের নির্দেশক। এখানে ধারাবাহিকভাবে এক অভিন্ন মানব স্বত্ত্বার বেড়ে ওঠা যদিও চরিত্র চিত্রন ও বুনন ভিন্ন। কৈশাের বেশ থেকে শুভ্র কেশ পর্যন্ত এক বিচিত্র বর্ণের মানবজনম। তুলি নিয়ে বসুন, পার্শ্বচরিত্র কল্পনাতে আপনাদের আঁকার রঙ হবে। কখনাে হাসাবে, কখনাে কাঁদাবে। কখনাে শিহরিত করবে। পড়তে পড়তে পরতে পরতে ছবি এঁকে চলবেন। চলুন এগিয়ে যাই।
Report incorrect information