বর্তমানে আমি মহাকালের যে সময়ক্ষেত্রে দাঁড়িয়ে, তা দিন মাস বছর এসবের হিসেব অনুযায়ী অতি আধুনিক সুসভ্য সময়কে বোঝাবে। উত্তর আর দক্ষিণ মেরু সমেত বিশালাকার কমলালেবু এই পৃথিবীটা এখন একটি পল্লির মতোই আমাদের কাছে আজ আবির্ভূত হয়েছে। অবাধ, অবিশ্বাস্য গতিশীল তথ্য ও যোগাযোগ ব্যবস্থার বদৌলতে পৃথিবীটা এখন সবার হাতের মুঠোয়। নতুন ভাবে, নতুন রূপে মানুষ ব্যক্তিত্বে, রুচিতে, বুদ্ধিতে, জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে। মানুষের অবিশ্বাস্য চাহিদাকে অত্যধিক ক্ষীপ্রতা ও চতুরতার সাথে পূরণ করে যাচ্ছে মানুষেরাই।
তবুও প্রশ্নটা এসে যায়, এ কোথায় এসে পড়লাম! ভুল করে ভুল জায়গায় আসিনি তো? মনের ভেতর আবেগের পেরেক গুলিতে বিবেকের লোহার হাতুরী যেন ঠক্ ঠক্ আঘাত করে। উঁকি মারে ভয়-সংশয়। এত কিছু আমাদের হাতের মুঠোয় তবে, মিটে যায় না কেন জীবনের বৈচিত্রতা, দুঃখ-দুর্দশা, কান্না-ভয়, মৃত্যু-ভয়, রোগ-ভয়! জীবনের রহস্যের কেন হয় না যবনিকাপাত? মানুষের আচরণের আড়ালে ঘৃণ্য পাশবিক বৃত্তিগুলো কেন পোষাকের অন্তরাল হতে বেড়িয়ে আসে বার
বার?