সন্ধ্যা হয় হয়।
কিছুক্ষণের মধ্যেই আঁধার নেমে আসবে। বেশ অস্বস্তি বোধ করছিল আফসানা। আরও আগেই তার বাসা থেকে রওয়ানা দেওয়া উচিত ছিল। মগবাজার এক বিশাল আর বিচিত্র এলাকা। হাজারো রকমের ছোট বড় উঁচু- নিচু নতুন-পুরোনো বাড়িঘর। একেক গলি একেক রকম। গলি আর বাড়ির নম্বরের ধারাবাহিকতাও খুঁজে পাওয়া যায় না। এইটা ২৩ নম্বর বাড়ি তো পাশেরটাই ২৯। বাকি বাড়িগুলো গেল কোথায়? হয়তো দেখা যাবে সেগুলো রাস্তার উল্টোদিকে পড়েছে। সাত নম্বরের পরের গলিই ১১। এরকমই বিশাল এই ঢাকা শহরের অনেক এলাকার নাম ঠিকানা। ঠিকানা মিলিয়ে বাড়ি খুঁজে পেতে অনেক দেরি হয়ে গেল তার। কষ্টও কম হয়নি।