আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
কোমল আলোর আভা ছড়িয়ে আছে প্রকৃতিময়। পাখিদের কলকাকলি আর ঘরে ফেরার ব্যস্ততা। দিবসের অবসান হয়ে কিছুক্ষণপরেই প্রকৃতির মাঝে সন্ধ্যা নেমে আসবে। সন্ধ্যার আগমনের আভাসে আকাশে তারার মেলা স্পষ্ট হতে লাগল আর তারার মেলার মাঝে চাঁদও তার ধনুক আকৃতি ধারনে স্পষ্ট হয়ে উঠল। সব মিলিযে দারুন একটা সমন্বয়। একদম পরিষ্কার স্বচ্ছ নীল আকাশ। আষাঢ়ের শেষ দিকে আকাশ এরকম পরিচ্ছন্ন কালে-ভদ্রে হয়। অনেক তারার মাঝে একটি তারা অতি উজ্জ্বল হয়ে কিছুদিন ধরে তার আলো বিচ্ছুরিত করে শাওনের গৃহ মধ্যি বরাবর অবস্থান করছে। আজ মনে হচ্ছে তারাটি আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে জ্বলছে। মাসখানেক হলো শাওনের মমতাময়ী মা রোকেয়া বেগম গত হয়েছেন। শাওনের গৃহ মধ্যিখানে জ্বল জ্বল করে জ্বলা এই তারাটি রোকেয়া বেগম নয়তো।