Category:আত্ম উন্নয়ন ও মোটিভেশন
সাফল্যের প্রথম দরজাটির নাম-লক্ষ্য। প্রতিটি মানুষের জীবনে নিজস্ব দর্শন, আদর্শ ও লক্ষ্য থাকা উচিত। জীবনের প্রতিটি স্তরেই হতে হবে আত্মবিশ্বাসী, দক্ষ এবং অপরের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে নিজেকে। সফল হােক বিফল হােক জীবনে সফলতার জন্য পরিকল্পনার ব্যবস্থাপনাটাই আসল কথা। পরিকল্পনার মানে হলােচারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চিন্তাগুলােকে এক ফ্রেমে আবদ্ধ করা। একবার বিজ্ঞানী নিউটন-এর গবেষণার মূল্যবান সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু তিনি ধৈর্য হারাননি। পুনরায় নতুন করে গবেষণা শুরু করেছিলেন এবং সফলও হয়েছেন। টমাস আলভা এডিসন অসংখ্যবার পরীক্ষা-নিরিক্ষার পর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে পেরেছিলেন। সফলতার অন্যতম চাবিকাঠিই হলাে আত্মবিশ্বাস। নিজেকে জানুন, নিজের কর্মক্ষমতা সম্পর্কে ইতিবাচক ধারণা পােষণ করুন। কারণ, নিজের শক্তিশালী এবং দুর্বল দিকগুলাে জানতে পারলে এর আত্ম-উন্নয়ন ঘটানাে সম্ভব। দার্শনিক কনফুসিয়াস বলেছেন, ভালাে প্রস্তুতি নির্ভর করে সঠিক পরিকল্পনার উপর। তাই সুচিন্তিত পরিকল্পনাই সাফল্যের প্রধান শর্ত।
Report incorrect information