209 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 32
Related Products
Product Specification & Summary
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ ... سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَنْفَعُ فِيهِ إِلَّا الدِّينَارُ وَالدِّرْهَمُ
আবু বকর ইবনে আবি মরিয়ম থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবি (ﷺ)-কে বলতে শুনেছেন:
“নিশ্চিতভাবে মানবজাতির উপর শীঘ্রই এমন একটা সময় আসবে, যখন দিনার (স্বর্ণমুদ্রা) ও দিরহাম (রৌপ্যমুদ্রা) ছাড়া ব্যবহার করার মতো কোনো কিছুই আর থাকবে না।”
(মুসনাদ, আহমদ)
কাগুজে মুদ্রা এবং অতি শীঘ্রই তার স্থান দখলকারী ইলেকট্রনিক মুদ্রা ব্যবস্থাসহ বর্তমান দুনিয়া জুড়ে যে প্রতারণাময় মুদ্রাব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে, এই হাদিসে স্পষ্টভাবে সেটার পতনের দিকে ইশারা করা হয়েছে।
কুরআন ও হাদিস ব্যবহার করে বর্তমান মুদ্রাব্যবস্থা এবং তাতে যে ধরনের প্রতারণা লুকিয়ে আছে, তা অত্যন্ত সুচারুভাবে এই গ্রন্থে তুলে ধরা হয়েছে, যা সত্যই চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো।