মনীষীদের কাছে সময়ের মূল্য: عبد الفتاح ابؤغدة শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ. - মনীষীদের কাছে সময়ের মূল্য: Sheikh Abdul Fattah Abu Guddah Rh. | Rokomari.com
"মনীষীদের কাছে সময়ের মূল্য" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
আলােচ্য গ্রন্থটি মনীষীদের কাছে সময়ের গুরুত্ব সম্পর্কে লেখা। সময়ের মতাে গুরুত্বপূর্ণ নেয়ামতের মূল্য সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করা এই প্রচেষ্টার প্রকৃত উদ্দেশ্য। নিঃসন্দেহে এটা জ্ঞান ও জ্ঞানীদের কর্মতৎপরতার কেন্দ্রবিন্দু ও অভিযানের উন্মুক্ত প্রান্তর। এই মহান নেয়ামতের ফলে কতাে মহৎ কাজের স্বাক্ষর রাখা যায়। মানুষ যদি সময় দ্বারা পূর্ণরূপে উপকৃত হয়ে নিজের জীবনকে সাজাতে চায় এবং অনর্থক কথা-বার্তা, পানাহার ও ঘােরাঘুরি বন্ধ করে, তাহলে সে রেখে যেতে সক্ষম হবে অক্ষয় কীর্তি ও অম্লান স্মৃতি। নিজ অবদান ও কীর্তিতে কিংবদন্তিদের সারিতে জায়গা করে নিতে সক্ষম হবে। আল্লাহ তাআলা আমাদের মহান পূর্বসূরীদেরকে উত্তম প্রতিদান দান করুন। প্রতিটি কল্যাণকর কাজে আমাদের আদর্শ ও প্রতিটি মর্যাদাকর অভিজ্ঞতায় আমাদের সর্বোত্তম উপমা ছিলেন তাঁরা। মহান রাব্দুল আলামীন আমাদেরকে তাদের পথে পরিচালিত হওয়ার এবং নিজের জীবন ও সময় দ্বারা উপকৃত হওয়ার তাওফীক দান করুন। তাঁর সন্তুষ্টির কাজে আমাদেরকে লাগিয়ে রাখুন। সব ধরনের অহেতুক আবেগ, অনর্থক কাজ থেকে বাঁচিয়ে রাখুন। নিঃসন্দেহে তিনি সব বিষয়ে সর্বশক্তিমান ক্ষমতাশীল।