রশিদ নামে এক প্রতিমাশিল্পীকে একাত্তরের এপ্রিল মাসে ময়মনসিংহ শহরে হত্যা করা হয়। তাকে ডাকা হয় 'একাত্তরের যীশু' নামে। তবে এ গল্পটি একেবারেই তার জীবনভিত্তিক নয়। রশিদের জীবনের গল্পগুলো হয়ত আরো গল্পময়, কিন্তু মৃত্যুর ঘটনাটি ছাড়া গল্পের প্রতিমাশিল্পীর সবগুলো গল্প কল্পনা। চরিত্রগুলোও কাল্পনিক। ঐতিহাসিক সময়ের বর্ণনায় কিছু বাস্তব নাম এসেছে, তবে এটি ইতিহাসভিত্তিক কোন গল্পও নয়। 'মূর্তিকারিগর'-এ প্রকৃতপক্ষে একটি নির্দিষ্ট সময়ে বেড়ে উঠা এক শিল্পীর কথা বলা হয়েছে, শেষ পর্যন্ত যা মানুষের মানবিকতা এবং অমানবিকতার গল্প।