দুই ঈদ ও কুরবানি: حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.) - দুই ঈদ ও কুরবানি: Hakimul ummat Maolana Ashraf Ali Thanvi Rah. | Rokomari.com
প্রকাশকের কথা
কি প্রতিটি জাতি গােষ্ঠীরই কিছু উৎসবের দিন থাকে। মুসলমানদের উৎসব বা ঈদের দিন দু’টি। ঈদুল ফিতর ও ঈদুল আযহা। প্রতিবছর এ দু’টি দিন আমাদের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে।
দুই ঈদের দিন আনন্দ উদযাপনের পাশাপাশি মুসলমানরা কিছু শরয়ী বিধানও পালন করে। ঈদুল ফিতরের দিন ঈদের নামায আদায় করতে হয়। সদকায়ে ফিতর আদায় করতে হয়। ঈদুল আযহার দিন ঈদের নামায পড়তে হয়। কুরবানি করতে হয়। এই আমলগুলাে প্রতি বছর একবার আসার কারণে এ সম্পর্কিত বিধি বিধান অনেক সময়ই আমাদের মনে থাকে না। তাই দুই ঈদের সাথে সম্পর্কিত বিধি বিধান নিয়ে একটি পৃথক গ্রন্থের প্রয়ােজনীয়তা অনুভূত হচ্ছিলাে দীর্ঘ দিন থেকেই।
বক্ষমান বইটির মূল লেখক মাওলানা আশরাফ আলী থানভী রহ.এর সাথে পাঠক সমাজকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা তাকে সমাজ সংস্কার ও সুন্নাহের প্রতিষ্ঠায় যে বিপুল পরিমাণ খেদমত করার তওফিক দিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে এর নজীর নেই। দুই ঈদ সম্পর্কে তার লেখা ও বয়ান থেকেই সংকলিত হয়েছে দুই ঈদ ও কুরবানি।