"লাই ডাউন উইথ লায়নস" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
এই উপন্যাস সম্পর্কে লেখক কেন ফলেট নিজে এই কথাগুলাে বলেছেন: ‘এই বইয়ে প্রেমের যে দৃশ্যগুলাে আছে সেগুলাে নিয়ে প্রচুর চিঠি পেয়েছি আমি। হ্যাঁ, একটু উত্তেজক। আমি একটা গল্প নিয়ে এক বছর কাজ করলাম, বইটার নাম হবার কথা কানট্রি রিস্ক, যেটা কোনােদিন আমি শেষ করতে পারিনি। একদল রাশিয়ানকে নিয়ে গল্প, কোনাে ওয়েস্টার্ন ব্যাঙ্কে ডাকাতি করবে। অনেক রিসার্চ করে প্লটটা দাঁড় করিয়ে ছিলাম, যেটা আমার এজেন্ট এবং প্রকাশক পছন্দও করেছিলেন। তারপর যখন প্রথম চ্যাপ্টার লিথতে শুরু করলাম, আমি ভাবতে লাগলাম মানুষ কিভাবে আই অভ দা নিডল নিয়ে কথা বলে, পড়ার সময় কিভাবে তারা চেয়ারের কিনারায় সরে আসে, এরপর কি হবে জানার জন্যে মরিয়া। আমি উপলব্ধি করলাম একটা ব্যাঙ্কে যাই ঘটুক না কেন, মানুষের ওরকম অনুভূতি কক্ষনাে হবে না। তাই এই গল্প আমি বাতিল করে দিয়ে লিখতে বসলাম লাই ডাউন উইথ লায়নসএমন একটা কাহিনি, যাতে দেখানাে হয়েছে। আফগান যুদ্ধের সময় দুজন লােক হিমালয় টপকে আফগানিস্তান থেকে পালাচ্ছে এবং, আই অভ দা নিডল-এর মতাে, এই গল্পের মাঝখানেও একটা মেয়েকে বসিয়ে দিয়েছি আমি।