ভেলায় চড়ে সবাই চলল পেঁচার দ্বীপে। বাদাম শুধু খেলেই হবে না, সাথে করে নিয়েও আসতে হবে। সুতরাং ভেলায় চড়ার আগে তারা কেউ সাথে একটা করে থলে নিতে ভুলল না।
ভেলা তো আর এমনি এমনি ভেসে যাবে না। চালানোর জন্য লম্বা একটা বৈঠাও নিল ওরা। তাড়াতাড়ি যাওয়ার জন্য একটা পালও তো চাই। কিন্তু পাল পাওয়া যাবে কোথায়? না, এতসব ভাবনার সময় নেই। নিজেদের লেজগুলোকে একটু ফুলিয়ে নিয়ে সেটাই পাল হিসেবে ব্যবহার করল।
আগেই জেনেছ দ্বীপের ওকগাছের গর্তে ওল্ড ব্রাউন নামে এক পেঁচা বাস করে। বাদাম গাছগুলো সে-ই পাহারা দিয়ে রাখে। তাকে খুশি না করে বাদাম নেয়ার ক্ষমতা নেই কারোরই। পেঁচাকে খুশি করতে উপহার হিসেবে ওরা তাই কয়েকটা মোটাসোটা ইঁদুরছানা সাথে নিল। দ্বীপে পৌঁছেই ওরা প্রথমেই যে কাজটা করল তা হল মোটাসোটা ইঁদুরছানাগুলো পেঁচার ঘরের দরজামুখে রেখে এল।