Category:বয়স যখন ৮-১২: রূপকথা, উপকথা ও লোককাহিনী
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
ফ্ল্যাপে লিখা কথা
রূপকথার গল্পের কোনও জুড়ি নেই। স্বপ্ন, কল্পনার রঙিন জগতে, দূরের আকাশে ইচ্ছেমতন ঘোরাফেরা, ওড়াউড়ি। কেউ বাধা দেওয়ার নেই। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। রাজা-রানী, রাজপুত্র, জীবজন্তু, দৈত্য দানো যে-ই হোক না কেন গলে। পর চরিত্র, রূপকথার তুলনা রূপকথাই। বিশ্বের সব দেশে রূপকথার ভীষণ সমাদর, প্রচুর পাঠক। এই আবেদন ও আকর্ষণ বুঝি চিরকালের। শিশু-কিশোরদের মনের ভুবনকে ভালোলাগার বঙধনু রঙে রাঙিয়ে দিতে পারে মিষ্টি মজার, জমজমাট রূপকথা।
এ বইয়ে রূপান্তরিত হয়েছে ৩০ দেশের সেরা ৩০টি রূপকথা। এই দেশগুলো হচ্ছে : তাজিকিস্তান, ওমান, ইন্দোনেশিয়া, ইউএই মালয়েশিয়া, মিয়ানমার, জাপান, ফিলিস্তিন, নেপাল, লাওস, সৌদি আরব, কোরিয়া, আফগানিস্তান, থাইল্যান্ড, ইরান, মঙ্গোলিয়া, ভুটান, ভারত, শ্রীলংকা, কম্বোডিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম, ফিলিপিন্স, আর্মেনিয়া, চীন, ইরাক, ইসরাইল ও সিরিয়া। শিশু-কিশোর মনের আগ্রহ ও কৌতূহল ঘনীভূত হয় এইসব কল্পকথার মায়াবি বর্ণচ্ছটায়। গল্পের জমাট বুনন, রহস্য, পরিণতি, কাহিনীর নাটকীয়তা পাঠককে আবিষ্ট করে রাখে। এক একটি গল্প এক এক রকম বৈশিষ্ট্য উজ্জ্বল।
Report incorrect information