আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
এক মনের টানে আর-এক মনে জোয়ার আসে। সেই অতলান্তের খেলায় সৃষ্টি জেগে ওঠে। ছবির সামনে দাঁড়িয়ে কবিতার স্মৃতি ফিরে আসে আবার সেই স্মৃতি রােমন্থন করতে গিয়ে কিছু রঙের পােছ পড়ে মনের কোণেও। সাপলুডাের মতন উত্থান পতনকে ঘিরে মনকে দোলাতে থাকে অক্ষর আর রংগুলি। তৃপ্তির নেশায় ফেরা মানুষ কখনও উৎপলকুমার বসুর কবিতা পড়তে পড়তে দালির ছবিকে দেখতে পায়, কখনও আবার দান্তের ‘ইনফার্নো’ পড়তে গিয়ে হেনরি মুরের টানেল ড্রইং চেতনাকে আচ্ছন্ন করে তােলে। এইরকমই সব পার হয়ে আসা কবিতা, ছুঁয়ে ফেরা শিল্পকলার কাহিনি আর জীবন নিয়েই অমিতাভ মৈত্রের এই গদ্যগ্রন্থ। বিদেশি সাহিত্য ও শিল্পকলাকে ঘিরে এর প্রথম পর্ব ‘প্রতিচ্ছবি আর প্রতিধ্বনির গল্প’ এবং সমসাময়িক বাংলা কবিতার বিন্যাস নিয়েই এর দ্বিতীয় পর্ব সাপলুডাে' লেখকের। অনুভবের সেই ভাবকে বহতা রাখতে বিশিষ্ট চিত্রশিল্পী চন্দনা হােড়-এর ষােলােটি ছবি এখানে ব্যবহার করা হল। তুলির টানে তিনি অনুবাদ করেছেন বাস্তব আর মনগহনের বিচিত্র সব স্তরায়নকে এরপর থেকে হয়তাে অমিতাভ মৈত্রের বলা কথাগুলি নিয়ে অবসরে খেলতে গেলেই হয়তাে এবার পাঠকের মনে চলে আসবে চন্দনা হােড়ের আঁকা এই ছবিগুলি। এভাবেই গদ্যে আর রঙে অনূদিত হবে পাঠকের অনুভবও।