"লাল বল" বই এর ফ্লাপের লেখা
এক ছিল বিজন। কাঁধ দুটো খুব চওড়া। সবাই জানত সে কপিলদেব হবে। কাবলুদা তার হাতে ক্রিকেট বল তুলে দিয়ে বলেছিল— ঘৃণা মেশা এই লাল বলে, খুন কর ওদের, নইলে ওরা তোকে পিটিয়ে ছাতু করে দেবে। কিলার ইনস্টিংক্ট-এর কথা বলেছিল কাবলুদা। অথচ কিছুতেই ক্রোধ জাগে না। কোথায় থাকে মানুষের কিলার ইনস্টিংক্ট। মেঘালয়ের মেঘবালিকার খোলা চুলে মুখ ডুবিয়ে ফিসফিস করে সিমলিয়া সিমলিবাস উচ্চারিত হলে মনে হয় এখন সময় হয়েছে। সমস্ত শরীর মথিত করে ডাক উঠে আসে— আমি আসছি কাবলুদা। লাল বল আসলে বাইশ গজের এক রহস্যময় কুয়াশাজড়ানো দূরত্বের গল্প । ওপাশে একটা অস্পষ্ট অবয়ব ব্যাট হাতে গার্ড নিচ্ছে। তাকে চিনতে না পারার গল্প ।