১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে।
ভূমিকা উইনস্টন স্পেনসার চার্চিল ইংল্যান্ড তথা পৃথিবীর ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি ছিলেন হিটলারের প্রবলতম প্রতিপক্ষ। তিনি ছিলেন অসাধারণ কূটনীতিবিদ ও রাজনীতিজ্ঞ। ব্রিটেনের রক্ষণশীল দলের জাঁদরেল নেতা। বেশ কিছুদিন তিনি লিবারেল দলের নেতৃত্বেও ছিলেন। পরে আবার রক্ষণশীল দলে ফিরে আসেন। তিনি ছিলেন একাধারে দক্ষ রাজনীতিবিদ, দক্ষ প্রশাসক, অসাধারণ বক্তা, ঐতিহাসিক, জীবনীকার, যুদ্ধসাংবাদিক, সাহিত্যিক, ঔপন্যাসিক, সেনানায়ক, নব নব যুদ্ধকৌশলের উদ্গাতা। ইংল্যান্ডের নেভেল এয়ার কর্পস (Naval Air Crops), শিপ ডেভেলাপমেন্ট প্রোজেক্ট (Ship Development Project), ট্যাঙ্ক ডেভেলাপমেন্ট প্রোজেক্ট (Tank Development Project)-এর জনক, পোলো খেলোয়াড়, রেইসের মাঠের ঘোড়ার মালিক, বিখ্যাত ব্রান্ডি পেয়ী, অসাধারণ রসিক ব্যক্তি (তাঁর রসিকতাপূর্ণ কথাগুলি ছিল অতি উঁচুস্তরের) সর্বোপরি একজন অতি প্রতিভাবান চিত্রশিল্পী। সবদিক থেকে বিচার করলে দেখা যাবে তাঁর মত এরকম একজন সর্বতোমুখী প্রতিভাবান ব্যক্তি বিশ্বের ইতিহাসে দুর্লভ। ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে ইংল্যান্ড তথা বিশ্ববাসীকে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। চার্চিলের প্রখ্যাত আমেরিকান জীবনীকার রবার্ট ল্যুইস টেলর (Robert Lewis Teylor) বলেছেন রেনেসাঁ যুগের লিওনার্দো দ্য ভিঞ্চি, ইংল্যান্ডের এলিজাবেথের যুগের স্যার ওয়াল্টার রেলে এবং ঊনবিংশ শতাব্দীর পোল্যান্ডের প্যাডেরেউস্কি (Paderewski) এ তিনজন অসামান্য প্রতিভাধর ব্যক্তির প্রতিভার একত্র সমাবেশ ঘটেছিল চার্চিলের মধ্যে ।