জগৎ ব্রম্মময়
(কিছু অংশ)
পঞ্চম পরিচ্ছেদ : কলকাতার শেষ প্রশ্নের উত্তর
কলকাতার শেষ প্রশ্ন। থুড়ি। যেহেতু আমি ফিরে যাচ্ছি আমার কর্মক্ষেত্রে সেই হেতু এইটিই শেষ প্রশ্ন হিসেবে ধরা যেতে পারে।
শ্যামবাজার মোড়। কিছু ছবি করতে দিয়েছি, সেগুলি নিতে এসেছি। মিহিরদা, কমলদা দুজনের সঙ্গেই একসাথে দেখা। দুজনেই আমার গুরুজন তুল্য। দুজনেই গণিতের অধ্যাপক। আমার সঙ্গে বহু বছরের যোগাযোগ। একটি হোটেলের ছোট্ট কোণে বসে চা পান করছিলেন। আমাকে অনুরোধ করলেন ওঁদের সঙ্গে যোগদান করতে।
মনে হলো কমলদা আমাকে প্রশ্ন করার জন্যেই যেন আমার অপেক্ষায় বসে ছিলেন চায়ের দোকানে। সামনের চেয়ারে আমায় বসতে বলেই কমলদা প্রশ্ন করলেন :
—ফ্লুইড মেকানিক্স নিয়ে তো দিব্যি ছিলে। পৃথিবীর বড়ো বড়ো ইউনিভার্সিটিতে গেলে। নামডাক হলো। এখন বেদান্ত নিয়ে মেতে গেছো, ব্যাপারটা কী?