বই এর প্রথম ফ্লাপ
‘তারাদের কথা’ গ্রন্থটি এই কারণেই অভিনব যে, বাংলা চলচ্চিত্র, থিয়েটার, যাত্রা, সঙ্গীতশিল্পী, সঙ্গীত-পরিচালক, গীতিকার, কলাকুশলী তাঁদের সৃষ্টির কথা বলেছেন বিভিন্ন অভিজ্ঞতা থেকে। যার ফলে প্রতিটি লেখায় জীবন্তরূপে ধরা পড়েছে তাঁদের বিচিত্র জীবনের বক্তব্য। রোমাঞ্চকর ঘটনাগুলি পড়তে পড়তে পাঠকরা অনুভব করবেন তাঁদের উপলব্ধি কত প্রাণবন্ত আর বর্ণময় ছিল। সর্বোপরি লেখার সঙ্গে
আলোকচিত্রগ্রাহকদের তোলা স্বতস্ফূর্ত সেইসব শিল্পীদের চিত্রগুলি এই গ্রন্থের যেমন শ্রীবৃদ্ধি ঘটিয়েছে, তেমনি হয়ে উঠছে অমূল্য সম্পদ।