Category:পশ্চিমবঙ্গের বই
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
ভাষা কোষ
ভূমিকা
বাংলায় ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান চর্চার প্রধান অসুবিধে দুটি। প্রথমত, বহু শব্দের পরিভাষা এখনও তৈরি হয়নি। ভাষাতাত্ত্বিকরা কিছু কিছু পরিভাষা তৈরি করেছেন বটে, তবে সব এখনও তৈরি হয়নি। তা ছাড়া পরিভাষায় ঐক্যও তেমন নেই। Phoneme-কে কেউ বলেন ধ্বনিমূল, কেউ বলেন মূলধ্বনি, কেউ বলেন স্বনিম। Continuant-কে কেউ বলেন প্রলম্বিত ধ্বনি, কেউ বলেন প্রবাহী ব্যঞ্জনধ্বনি। চমস্কির competence কারও অনুবাদে ভাষাবোধ, কারও অনুবাদে পারংগমতা। ভাষাচর্চায় একটি অপরিহার্য সঙ্গী হতে পারে একটি dictionary of language and linguistics, যা ইংরেজি ভাষায় আছে বেশ কয়েকটি। কিন্তু বাংলায় নেই, অন্তত ছিল না এতকাল।
Report incorrect information