Category:পশ্চিমবঙ্গের বই: সাহিত্য সমালোচনা
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
এক কবি বলেছিলেন মনের মধ্যে নাকি কিছু পাথর থাকা ভালাে। ধ্বনি দিলে তার প্রতিধ্বনি পাওয়া যায়। জানি না সেইসব প্রতিধ্বনি কোথাও অনুরণন তােলে কিনা, নাকি সেসবই ক্ষণিকের বুদবুদ হয়ে বাতাসেই মিলিয়ে যায়! কিন্তু অবকাশ জুটলেই মনের ডাকঘরের ভাবনার লেফাফা আসতেই থাকে। কত একাকী মুহূর্তে অসংখ্য সব মেঘ-রৌদ্রের আলোছায়াকে জাগিয়ে দিয়ে যায় কবিতার এক একটি পংক্তি। কত নিজস্ব ভাবনা অবয়ব পায় তাদের কোলাজে। সময়ের বাঁকে উপবাকে উঠে আসা সেইসব কবিতা-খেলার কয়েকটি টুকরাে ধরা থাকল এখানে।
Report incorrect information