বই এর শেষ ফ্লাপ
গ্রন্থটি মূলত দুই বাংলার প্রতিবাদী কবিতার বৈশিষ্ট্য এবং সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে রচিত। এই প্রতিবাদী চেতনার কবিতাগুলি একটি নির্দিষ্ট সময়-পর্বের ১৯৪৭ থেকে ১৯৭১। পশ্চিমবঙ্গের এগারো জন এবং পূর্ববঙ্গের আটজন কবিকে ঘিরে তাঁদের কবিতায় প্রতিবাদী চেতনা দেখানোর চেষ্টা হয়েছে। নির্বাচিত কবিদের অনেকের প্রতিনিধি হিসেবে ধরা যেতে পারে। পশ্চিমবঙ্গের কবিরা হলেন—অরুণ মিত্র, বিমলচন্দ্র ঘোষ, জ্যোতিরিন্দ্র মৈত্র, দিনেশ দাস, কিরণশঙ্কর সেনগুপ্ত, সুভাষ মুখোপাধ্যায়, মণীন্দ্র রায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, রাম বসু, মণিভূষণ ভট্টাচার্য। পূর্ব পাকিস্তানের নির্বাচিত কবিদের মধ্যে আছেন—শামসুর রাহমান, আজীজুল হক, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ, শহীদ কাদরী, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ । প্রতিবাদী কবিতার লক্ষণ, বৈশিষ্ট্যসহ দুই বাংলার প্রতিবাদী কবিতার তুলনামূলক আলোচনাই এই গ্রন্থের মূল বিষয় ।