শারীরশিক্ষা
(কিছু অংশ)
পিছনের পায়ে লেগ-গ্ল্যান্স (The leg glance off the back foot) :
লেগ স্টাম্পের উপর অথবা বাইরে থাকা শট পিচ বলকে পিছনের পায়ে এসে ফাইন- লেগের দিকে ঘুরিয়ে দেওয়াকে পিছনের পায়ে লেগ-গ্লান্স বলা হয়।
উপরের হাতের সাহায্যে ব্যাটকে মিডল এবং অফ-স্ট্যাম্পের লাইন বরাবর রেখে গ্ল্যান্স করা হয় ।
• পিছনের পা-কে বলের লাইনের ভিতরে পিছনের দিকে নিয়ে যেতে হবে। • পিছনের পায়ের টো অল্প একটু উইকেটের দিকে অফসাইড বরাবর থাকবে। • সামনের পা পিছনের পায়ের গোড়ালির পাশে অল্প করে ভূমি স্পর্শ করে থাকবে। • বলের উড্ডয়ন বা ফ্লাইটের ভিতর দিক বরবার মাথা ও চোখ রাখতে হবে। • মাথা ও সামনের কাঁধের পাশে রেখে চোখকে বলের দিকে রাখতে হবে।