তারাপুকুরের রূপা বাগ্দী এখন সাতগাঁয়ের রাজা। তিনি মহারাজাধিরাজ পরমেশ্বর-পরমভট্টারক-পরমসৌগত শ্রীশ্রী ১০৮ রূপনারায়ণ-সিংহ উপাধি লইয়া প্রবল-প্রতাপে সাতগাঁ-শহর ও সপ্তগ্রামভুক্তি শাসন করিতেছেন। অন্ততঃ ১০,০০০ (দশ হাজার) বাগ্দী তাঁহার পল্টনে ভর্তি হইয়াছে। তাঁহার হাতি, ঘোড়া, রথ বিস্তর আছে। তারাপুকুর গ্রামখানি কুন্তী নদীর ধারে, এখন যেখানে মগরা হইয়াছে, উহারই নিকটে। পূর্বকালে ঐখানে তারাদেবীর এক মন্দির ছিল এবং মন্দিরের সম্মুখে এক প্রকাণ্ড দীঘি ছিল।
যে সময়ের কথা হইতেছে, তখন মন্দির পড়িয়া গিয়াছে, দীঘি আছে, সেই দীঘিরই নাম তারাপুকুর। তারাপুকুর গ্রামখানি ঐ দীঘি হইতে ১ মাইল পূর্বে। সেখানেও আজ ভারি ধূমধাম। কারণ, রূপা রাজা ঠিক করিয়াছে, গাজন তাহার বাড়ি হইতেই বাহির হইবে, বাহির হইয়া সাতগাঁ-এর বড় রাস্তা দিয়ে ধরমপুরের বিহারে পৌঁছিবে ও তাহার একটু দক্ষিণে বিহার-প্রতিষ্ঠা হইবে।