Category:পশ্চিম বঙ্গের বই: স্বাস্থ্য বিষয়ক
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
কায় চিকিৎসা
(কিছু অংশ)
জ্বর
.
জ্বর কি ও কেন হয় ? অবিধি আহার-বিহারাদি দ্বার বায়ু, পিত্ত ও কফ এই দোষত্রয় কুপিত হইয়া আমাশয় নামক স্থানে গমন করে। তথায় আমরসকে দূষিত ও কোষ্ঠের অগ্নিকে বিক্ষিপ্ত করিয়া দেহে যে তাপ উৎপন্ন করে, তাহাই জ্বর। অগ্নি বাহিরে নিক্ষিপ্ত হয় বলিয়া জ্বর হইলে শরীরের ত্বক উষ্ণ হইয়া থাকে ।
পরীক্ষা। আয়ুর্ব্বেদশাস্ত্রে ইহার পরীক্ষা নানাপ্রকার। প্রধানতঃ নিদানোক্ত লক্ষণগুলি মিলাইয়া এবং নাড়ী পরীক্ষা করিয়া এই জ্বর কোন্ শ্রেণীর তাহা নির্ণয় করিতে হয়।
পাশ্চাত্য মত। পাশ্চাত্য মতে এ সব কিছু করিতে হয় না। স্বাভাবিক উত্তাপ অপেক্ষা অধিক উত্তাপ থার্মোমিটারে উঠিলেই তাঁহারা জ্বর হইয়াছে বলিয়া স্থির করিয়া থাকেন। ডাক্তারিশাস্ত্রে এ দেশের মানুষের গাত্রের উত্তাপ সাধারণতঃ ৯৬.৫ ডিগ্রি হইতে ৯৮ ডিগ্রি পর্যন্ত। এই হিসাবে ডাক্তারেরা এই দেশবাসীর শরীরের উত্তাপ ৯৭ ডিগ্রি ধরিয়া লন। বিলাতবাসীগণের শারীরিক উত্তাপ সাধারণতঃ ৯৮.৪ ডিগ্রি। যাহা হউক, স্বাভাবিক উত্তাপ অপেক্ষা থার্মোমিটারে অধিক উঠিলেই ডাক্তারেরা জ্বর হইয়াছে স্থির করিয়া লন।
Report incorrect information