বহির্বিশ্বের মানুষের কাছে আমরা ভারতবাসী মাত্রই হিন্দুস্থানি। কিন্তু দেশের মধ্যে, নানা জাতির সমন্বয়ে গঠিত যে মহাজাতি, সেখানে আমরা বাঙালি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, হিন্দুস্থানি...এই অর্থেই এই লেখার শিরোনামে শোভা পাচ্ছেন 'এক হিন্দুস্থানি'।
কমরেড মহাবীরপ্রসাদ সিং ছিলেন বিহারের ছাপরা জেলার অধিবাসী। কলকাতায় এসে বহু বছর আমাদের সুখ দুঃখ আপদ বিপদ সংকটের ভাগীদার হয়ে তাঁর অমূল্য জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটিয়ে গেছেন। স্বগৃহে প্রত্যাবর্তনের পর দুই যুগেরও বেশি কালস্রোত বয়ে গেছে। আজ তাঁর স্মৃতি অতি ঘনিষ্ঠদের কাছেও বিবর্ণ ম্লান। আবার সেই ঘনিষ্ঠরাও আজ অনেকেই গতায়ু। তবু কেন কমরেড মহাবীরজীকে স্মরণ করা? কত মহান কমরেডের স্মৃতিই তো বিস্মৃতির অতলে বিলীন।