5 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 360TK. 253 You Save TK. 107 (30%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Related Products
Product Specification & Summary
হিমালয় দর্শন - ৫ খণ্ড
ভূমিকা
সুবিশাল হিমালয়ের কতটুকুই বা জানি, এক জীবনে জানাও সম্ভব নয়। হিমালয়ের ঔদার্য ও বিরাটত্ব পরিমাপের উর্দ্ধে। সৃষ্টির আদিপর্বে সৃষ্টিকর্তা প্রথমেই হিমালয়ের রূপ কল্পনা করেন। প্রানীজগত ও উদ্ভিদজগতের জীবন ধারনের সকল উপাদান হিমালয়ের বুকে থরে থরে সাজানো। হিমালয়ের বিশালতা বর্ণনার অতীত। হিমালয় ব্রহ্মময়, চৈতন্যময়। তাঁর অধ্যাত্ম স্বাদ অন্তরে অনুভব করতে হয়। হিমালয়ের ভাষা আছে, সে ভাষা ধ্যানমৌন হিমালয়ের কোলে বসে কান পেতে শুনতে হয়। করুনাময় হিমালয় প্রকৃতি ভগবানের এক বিকল্প রূপমাত্র।
সমতলের মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভরশীল। হিমালয় প্রকৃতির নির্মল জলবায়ু ও বিশুদ্ধ বাতাবরণ তার নাগালের বাইরে। শুভ্র সুনীল আকাশ তার স্বপ্নের মায়াপুরী। হিমালয় প্রকৃতির সান্নিধ্য পেতে সে মানুষ সর্বদাই আকুল। হিমালয়ের সান্নিধ্যে মানুষ স্বাস্থ্য, আনন্দ ও দীর্ঘায়ু লাভ করে। হিমালয় নেয়না কিছুই, ভরিয়ে দেয় নিঃস্বঙ্গ মানুষকে নানা উপাদানে।