3 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 300TK. 225 You Save TK. 75 (25%)
Related Products
Product Specification & Summary
মেয়েলী গীত লোকসংগীতের একটি উল্লেখযোগ্য ধারা। পল্লীর সমাজ জীবনের যে সংগীত মুখে মুখে রচিত হয়ে মুখে মুখেই প্রচার লাভ করে তাই লোকসংগীত। ১ বিষয় বৈচিত্র্যে, সুরের অভিনবত্বে এবং আঞ্চলিক ভাষার বিশেষত্বের গৌরবে লোকসংগীত লোকসাহিত্য ভাণ্ডারের অমূল্য সম্পদ বিশেষ। জারি, সারি, ভাটিয়ালী, মারফতী, মুর্শিদী, বাউল, ভাওয়াইয়া, গম্ভীরা, আলকাফ, ঘাটু, বারামাসী, জাগ, ধুয়া, পটুয়া, কবিগান, খেউরগান, খেমটা, পালা, গাজীর গান, গাজনের গান, খোয়াজ খিজিরের গান, নৌকা বাইচের গান, ছাদ পেটানো গান, হয়লা গান২ ইত্যাদি প্রায় শতাধিক৩ প্রকারের গান অনাদিকাল থেকে নানা ভাব-ভঙ্গীতে এবং নানা সুরে গীত হয়ে বাঙলার লোক-মানসকে আনন্দ লহরীতে স্নাত করে আসছে।
লোকসংগীতের অন্যান্য ধারার ন্যায় মেয়েলী গীতের সৃষ্টি ও ব্যাপ্তি, প্রচার ও প্রসার লোক মুখে মুখে। নারী জীবনের আশা-নিরাশা, আনন্দ-বেদনা, কামনা-বাসনা, হাসি-কান্না, উল্লাস-বিষাদ এর ভাব-সম্পদ। মেয়েলী গীতের রচয়িতা, সুরকার, পরিবেশক সকল ক্ষেত্রেই নারীদের একাধিপত্য; এখানে পুরুষদের কোন প্রবেশাধিকার নেই। মেয়েলীগীত প্রকৃতপক্ষে নারীদের একক সম্পদ।