বই এর প্রথম ফ্লাপ
কলকাতায় ইঁদুরদের দৌরাত্ম্য খুব বেড়ে গিয়েছে। কলকাতার মাটির
তলায় হাজার হাজার সুড়ঙ্গ। কোথাও রাস্তা ধসে পড়ছে, কোথাও ব্রিজ ক্ষতিগ্রস্ত। ইঁদুরদের আক্রমণে রাইটার্স বিল্ডিংও এখন শুনশান।
গণেশ দেবতার বাহনকে মেরে ফেলা যাবে না। আইনের বাধা রয়েছে, তাই প্রশাসন দুর্ভাবনায় ৷ সমস্যা আরও জটিল হয়ে যায়, হিন্দু মৌলবাদীদের একটা সংস্থা, বিকানেরের ধাঁচে কলকাতায় ইঁদুর মন্দির প্রতিষ্ঠা করতে চাওয়ার পর। সমস্যার সমাধান করতে এগিয়ে আসে উপন্যাসের নায়ক অ্যান্ডি ওরফে ইন্দ্র। তার প্রপিতামহ প্রায় একশো বছর আগে, কলকাতায় ভয়াবহ প্লেগের সময় ইঁদুরের সংখ্যা কমানোর জন্য এক অভিনব তেল আবিষ্কার করেছিলেন। প্রপিতামহের লিখে যাওয়া সেই তেলের ফর্মুলা হাতে পেয়ে শেষ পর্যন্ত কি ইন্দ্ৰ ইঁদুরের সংখ্যা কমাতে পেরেছিল ? ইন্দ্ৰকে কতটা সাহায্য করেছিল, তার প্রেমিকা সাবরমতী?