দোস্ত, দেকছিস কি রায় দিছে। এইডা কি মানা যায়?
কেমনে মানব! এই শালারা পাগল-ছাগল নাকি! আমি তো রাগে ফুঁসতেছি। এতগুলা খুন করে ফাঁসি হবে না, হবে যাবজ্জীবন। মামার বাড়ির আবদার নাকি?
শুনতেছি, আঁতাত হইছে জামাত গো লগে... যারা আঁতাত করছে ফাক দেম অল...
ওইসব আঁতাত-ফাতাত বুঝি না। রাজাকারের গুষ্টির নাম ভুলাইয়া দিতে হবে...
চাই...
ফেসবুকে স্ট্যাটাস দিয়া দে। রাজাকারগো আমরা হেট করি, ওগো ফাঁসি ঠিক আছে, তাই করতে হবে। আমি দেই, তুই দে, আর সবাইরে জানায়াদে... শালারা ভাবছেটা কী? কারা বোলে একটা শক্তিশালী ব্লগ তৈরি করছে। সিরিয়াসলি কাজ চলছে।
রাজাকারের ফাঁসির দাবি সবার মধ্যে ছড়ায়ে পড়ছে। এই আন্দোলনে আমাদেরও শরিক হতে হবে। আমরাও একটা ব্লগ তৈরি করব। জনমত গড়ে • তুলতে হবে।