Category:পশ্চিম বঙ্গের বই: স্বাস্থ্য বিষয়ক
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
কোমরে ব্যথা
(কিছু অংশ)
কোমরের নানান সমস্যা
কোমর অর্থাৎ মেরুদণ্ডের নিম্নাংশকে ইংরেজিতে বলে Low back (লো ব্যাক) যার উপর ভর দিয়ে উঠা-বসা হয় সেই অঙ্গটিতে কোন সমস্যা দেখা দিলে বেশ বিপত্তি ঘটতে পারে। মেডিকেল কলেজে অ্যানাটমি পড়ার সময় শবব্যবচ্ছেদের সুবাদে লক্ষ করেছি যে প্রধানত পাঁচটি কশেরুকার সাহায্যে কোমর গঠিত (নাম্বার এক থেকে পাঁচ ভারটিব্রা)। এছাড়া নীচের দিকে আছে স্যাকরাম ও ককসিস যাকে বলে টেল বোন (tail bone)।
মেরুদণ্ডের রোগ উপসর্গ জানতে গেলে অ্যানাটমি জানতে হবে, কারণ অস্থি, মাংসপেশী, স্নায়ু, লিগামেন্ট, ডিস্ক ইত্যাদির ব্যাপারে সম্যক জ্ঞান না থাকলে সমস্যার সঠিক কারণ জানা যাবে না। মেরুদণ্ডের কশেরুকার কয়েকটি অংশ আছে যেমন ভারটিব্রাল বডি যেটি বেশ শক্ত প্রায় গোলাকার যার দুপাশে পাখনার মত অংশ থাকে যাকে বলে ট্রানসভার প্রসেস্ এবং পিছনের দিকে একটি লম্বা অংশ থাকে যাকে বলে স্পাইনাস্ প্রসেস্। দুটি ভারটিব্রার অন্তর্বর্তী অংশে আছে চাকতির মত একটি পদার্থ যাকে বলে ডিস্ক। এই ডিস্ক ভারটিব্রার মধ্যে ঘর্ষণ হতে দেয় না যার জন্য এটিকে বলে শক অ্যাবজরবার (shock absorber)। তাছাড়া এই ডিস্কের জন্য মেরুদণ্ডের সঞ্চালন বা মুভমেন্ট সাবলীল হয়।
Report incorrect information