Category:#7 Best Seller inপশ্চিমবঙ্গের বই: ছড়া
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
ছড়া সংগ্রহ
(কিছু অংশ)
হাতিঘোড়া
পুণ্যিপুকুর পুষ্করিণী জলদাপাড়ায় খুব ঘুরিনি বন ঘুরেছি হাতির পিঠে আম খেয়েছি কাঁচায় মিঠে পাকলে দেখি পান্সা আম তাতার গেলেন মিহিজাম মিহিজামের হোমিওপ্যাথি
করলো বটে দিনকে রাতি
পাহাড় তো নয় পাম্ম্স জুতো তাতার দিলেন অ্যায়সা গুঁতো পাহাড় সারায় মুচির মা আমের আঠায় জামের গা সেই তাতারের সঙ্গে কার জোরজুলুম আর ঘুষির ধার আমি তো ভাই এইটুকুনি কাজের কাজী, নই ধুচুনি নাচতে পারি গাইতে পারি নৌকো পেলে বাইতে পারি অল্প জলে নাইতে পারি আর যা পারি বলবো না হাতির পিঠে হাওদা পেলে আর ঘোড়াতে চড়বো না।
Report incorrect information