জলছবি প্রকৃতি
(কিছু অংশ)
ধূসর প্রকৃতি
’
আঁকার কাগজ
জলরঙে আঁকার জন্য হ্যান্ডমেড পেপার এবং কার্টিজ পেপার এই দু'ধরনের কাগজই ব্যবহার করা যেতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে, যেমন এই ছবিটির (ধূসর প্রকৃতি) বেলায় কার্টিজ পেপার ব্যবহার করা হয়েছে যাতে আশানুরূপ ফল পাওয়া যায় ।
রঙের ব্যবহার
এই ছবিটিতে যে সমস্ত রং ব্যবহার করা হয়েছে তার মধ্যে আছে ইয়েলো অকার (Yellow Ochre), র আম্বার (Raw Umber), ইন্ডিয়ান রেড (Indian Red), ফ্রেঞ্চ আলট্রামেরিন (French Ultramarine) এবং কালো (Black)। আকাশ আঁকবার সময় ইয়েলো অকার, র আম্বার ও ফ্রেঞ্চ আলট্রামেরিন মেশাতে হবে। ছবিটিতে ব্ল্যাক-এর ব্যবহার সরাসরি করা হয়নি। তাই ব্ল্যাক ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।
আঁকার পদ্ধতি
প্রথমে ড্রইং করে নিতে হবে। তারপর আকাশ অবধি কাগজটা ভিজিয়ে নিতে হবে। তারপর ভেজা অবস্থায় রং দিতে হবে। আকাশের নীচের দিকটা ঘনরং হবে। হরাইজন লাইনের (দিগন্তরেখার ওপর গাছগুলো কাগজ ভেজা থাকা অবস্থায় করে নিতে হবে। পুরো ছবিটা First Tone বা ভেজা থাকা অবস্থাতেই শেষ করতে হবে। যেখানে যে রংটার যে রকম ঘনত্ব সেই অনুযায়ী দিতে হবে। শুধুমাত্র গাছ এবং গাছের নীচের ঘাসগুলোর জন্য Second Tone দিতে হবে। জ্বল রঙের ক্ষেত্রে ব্রাশিং অর্থাৎ তুলিচালনা প্রয়োজন অনুসারে করতে হবে। হরাইজন লাইনের নীচে সাদা বিন্দু বিন্দু আনার জন্য তুলি শুকনো থাকা আবশ্যিক।
জলছবি