Category:পশ্চিমবঙ্গের বই: প্রবন্ধ
জার্নাল
(কিছু অংশ)
এই মুহূর্ত
এই একটি মুহূর্ত চলে গেল, এটা কখনোই ফিরবে না আর, মুহূর্তই মুহূর্তের শেষ। এ-ভাবনাটা একদিকে একটা শূন্যতা নিয়ে আসে; ঠিক। কিন্তু এইটেই তো আবার সঞ্চারক ভালোবাসারও বোধ? এইখানেই এটা শেষ, এ-কথা জানি বলেই নিঃশেষে পেতে চাই একে, কোনোখানে ফাঁক না রেখে, ভবিষ্যতের জন্য কিছু ফেলে না রেখে। আর তখন প্রতিটি মুহূর্তই হয়ে উঠতে পারে সুন্দর। আনন্দে সুন্দর, বিষাদে সুন্দর।
এই মুহূর্ত কি ভবিষ্যৎ মুহূর্তের প্রতিশ্রুতি কোনো ? না-ও হতে পারে তা। বরং ভেবে নেওয়াই ভালো যে এ-অবস্থান প্রতিশ্রুতিহীন। তুমি বসে আছো, কিংবা আছো কোনো কাজের মধ্যে, আর তোমার সামনে, তোমার সঙ্গে, কোনো বন্ধু, কোনো নিকটজন বা আত্মজন, এ-মুহূর্তে তার নিবিড়তার কোনো শেষ নেই, সে বলছে, তুমি বলছ, কবিতার ভাষায় যেন মনে হচ্ছে, ‘জীবনে জীবনে তার শেষ নেই কোনো', কিন্তু তখনই তুমি মনে মনে জানো, অন্তত জানা ভালো যে এর শেষ আছে, এমনকী পরের মুহূর্তটিই আসতে পারে বিপুল
Report incorrect information