১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
বইটি বিদেশি প্রকাশনী বা সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করে আনতে আমাদের ৩০ থেকে ৪০ কর্মদিবস সময় লেগে যেতে পারে।
সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্ম ১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তানি গ্রামে। পিতা সর্বপল্লী বীরস্বামী, মাতা সীতাম্মা। পিতা ছিলেন স্থানীয় জমিদারের সেরেস্তার কর্মচারী। তিরুত্তানির পাঠশালায় সর্বপল্লীর প্রাথমিক শিক্ষালাভ। তারপর চলে আসা তিরুপতির হার্মেন্সবার্গ ইভানজেলিক্যাল লুথারিয়ান মিশন স্কুলে। ছােটোবেলা থেকেই পড়াশােনায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন সর্বপল্লী। ১৯০৩ সালে লুথারিয়ান স্কুল থেকে বৃত্তিসহ প্রবেশিকা, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভরতিহন ভেলােরের ভুরহীকলেজে।১৯০৪ সালে কলাবিভাগে সসম্মানে আই এ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। লাভ করেন প্রাদেশিক বৃত্তি। ভরতি হন মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে। তখন তার বয়স মাত্র সতেরাে। ১৯০৭ সালে সেখান থেকেই দর্শনে প্রথম শ্রেণিতে স্নাতক ও পরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যখন তার বয়স মাত্র ষােলাে, তখনই তার বিয়ে হয়ে যায় শিবকমম্মার সঙ্গে। এই দম্পতির পাচকন্যা ও এক পুত্র। ১৯০৯-এর এপ্রিল মাসে সর্বপল্পী মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগে যােগ দেন। ১৯১৮-তে মহীশূর বিশ্ববিদ্যালয়ের মহারাজা কলেজে তিনি দর্শনের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ১৯২১ সালে রাধাকৃষ্ণণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিং জর্জ দ্য ফিফথ চেয়ার অব মেন্টাল অ্যান্ড মরাল সায়েন্স পদ লাভ করেন। ১৯২৬-এর জুনে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত বিশ্ববিদ্যালয় গুলির কংগ্রেসে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। ওই বছরেরই সেপ্টেম্বরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অ ফিলােজফিতেও তিনি একইভমিকায় অবতীর্ণ হন। ১৯২৯-এ অক্সফোর্ডের হ্যারিস ম্যাঞ্চেস্টার কলেজে তিনি তার বিখ্যাত হিবার্ট বক্তৃতা দেন, যা পরে অ্যান আইডিয়ালিস্ট ভিউ অবলাইফ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ১৯২৯-এ রাধাকৃষ্ণণ হ্যারিস ম্যাঞ্চেস্টার কলেজে অধ্যাপনার জন্য আমন্ত্রিত হন। অতঃপর তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একাধিকবক্তৃতা দেন। ১৯৩১-এর জুনে শিক্ষায় তার ব্যতিক্রমী অবদানের জন্য রাজা পঞ্চম জর্জ রাধাকৃষ্ণণকেনাইট উপাধিতে ভূষিত করেন।