আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়।
আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয়৷ দূরে গিয়ে বাড়াই যে ঘুর, সে দূর শুধু আমারি দূর- ঘুর,
তোমার কাছে দূর কভু দূর নয়৷
আমার
প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে,
তোমার বসন্তবায় নাই কি গো তাই ব’লে!
এই খেলাতে আমার সনে হার মানো যে ক্ষণে ক্ষণে-
হারের মাঝে আছে তোমার জয় ৷