১৯৭১ সালে হাসান নামের ছেলেটি ছিল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। একাত্তরের এপ্রিল মাসের শুরুতেই ওদের স্কুলে শুরু হলো অনিয়ম। হেডস্যারসহ অন্যান্য শিক্ষকদের নিয়মিত গরহাজিরা। দপ্তরী একদিন ঘোষণা করলো, দেশে যুদ্ধ শুরু হয়েছে বলে স্কুল অনির্দিষ্টকালের জন্য ছুটি। হাসানের হিন্দু সতীর্থদের অনেকেই গ্রাম ছাড়লো। মুক্তিযুদ্ধ চলাকালে অখণ্ড অবসরে হাসান বাড়ির রাখাল ঈমান আলীর সাথে আশেপাশের হাটে যেয়ে, গ্রামের হিন্দু পাড়ায়, মামাবাড়িতে যাবার পথে এবং সর্বোপরি পাশের গ্রামের দাসপাড়ায় যেয়ে যা দেখেছে ও অভিজ্ঞতা অর্জন করেছে তারই বিবরণ রয়েছে 'দাস পাড়ার রহস্য'এ।