ক্যুইজ আরও ক্যুইজ
(কিছু অংশ)
'পঞ্চতীর্থ” কোনগুলি? করতেন?
উঃ অদৃশ্য হ'য়ে যুদ্ধ করতেন।
রামায়ণ অনুসারে সুগ্রীবের মাতুল কে?
উঃ দধিমুখ।
‘মৎস্যাবতার' কে?
উঃ দশাবতারের অন্যতম অবতার। প্রলয়কালে পয়োধিজলে বেদ নিমগ্ন থাকায় ভগবান মৎস্যরূপে তা উদ্ধার করেন। তাই তাঁর নাম মৎস্যাবতার।
'দিগ্গজ' কারা? তাদের নাম কী?
উঃ অষ্টদিক রক্ষাকারী হস্তিগণ। এরা হলো ঐরাবত, পুণ্ডরীক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম ও সুপ্রতীক।
বালীপুত্র অঙ্গদের মাতুলের নাম কী ?
উঃ দ্বিবিদ।
মহাভারত অনুসারে রাজা যযাতির পুত্রের নাম কী ?
উঃ দ্রুহ্য।