1 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 400
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
Related Products
Product Specification & Summary
ভাষাপ্রেম ভাষাবিরোধ (কিছু অংশ)
ভাষাপ্রেম ভাষাবিরোধ
নিজের ভাষাকে ভালোবাসা মানুষের এক প্রাচীন সাংস্কৃতিক অভ্যাস, যা তার চৈতন্যে ওতপ্রোত হয়ে যায়। বলা বাহুল্য এই ভালোবাসার চেতনা সমস্ত ব্যক্তি বা ভাষাগোষ্ঠীর ক্ষেত্রে সমান স্পষ্ট নয়, তীব্রও নয়। সমাজে ভাষাব্যবহারকারী সাধারণ মানুষের অধিকাংশই তার ভাষাটিকে যেমন জন্ম থেকে শিখেছে সে ভাবেই ব্যবহার করতে অভ্যস্ত। যে-সমাজে সাক্ষরতা আসেনি, যা কেবল মৌখিক কথাবার্তার সমাজ, সেই সঙ্গে যে-সমাজের সঙ্গে বাইরের অন্য কোনো ভাষাগোষ্ঠীর আদানপ্রদানের সম্পর্ক নেই—সে-সমাজে এই ভাষা সম্বন্ধে আত্মচেতনার অভাব আছে। ফলে ভারতের মতো অংশত নিরক্ষর দেশে আমরা অনেকেই নিজে কোন্ ভাষা বলি, এ ভাষার নাম কী—তা জানি না। যাঁরা মূলত বাংলাভাষী তাঁরাও কখনও কখনও নিজেদের গোষ্ঠীর নাম ধরে, তিনি বাংলার যে-রূপ বলেন তার নাম দেন ‘পলিয়া' বা 'মাল’ বা ‘রাজবংশী’। অল্পশিক্ষিত জনগণনা কর্মীরা এ নিয়ে বিচার বা প্রশ্ন করে না। তারা ওই নামটাই লিখে নেয়। ফলে ভারতে মানুষের বলা মাতৃভাষা কত, তার হিসেব করতে জনগণনা- কর্তারা হিমসিম খেয়ে যান। অনেক চালাচালি করে এবারের জনগণনায় ভারতে মোট ১১৪টি বৃহৎ মাতৃভাষা নির্ণয় করা হয়েছে। যে যা নাম বলছে সেই অনুযায়ী ভাষার সংখ্যা স্থির করলে তা দু হাজারের কম হত না। এতে বিচ্ছিন্নতাবাদী রাজনীতিকদের সুবিধে হত অবশ্যই, যেমন পশ্চিম বাংলার উত্তরাঞ্চলে কিছু চেষ্টা হয়েছে। ভাষার চরিত্র নিরক্ষর মানুষ বিচার করেন না, তাঁরা বহুক্ষেত্রে নিজেদের নৃতাত্ত্বিক গোষ্ঠীর নামটাকেই ভাষার নাম হিসেবেও ধরে নেন। তারই ফলে সমস্যা ঘটে।