6 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 500
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
Related Products
Product Specification & Summary
সকাল-বিকেল-সন্ধে (কিছু অংশ)
সকাল-বিকেল-সন্ধে
ইন্সপেকটর চ্যাটার্জি নাকি সুবিমলকে বলেছেন, “একবার যা চিঠি পেয়েছিলাম না! পরের চিঠি সিকিউরিটির পড়বার কথা নয়। কিন্তু হাতড়ানোর পর বাক্স বন্ধ করতে গিয়ে সায়েবের প্লাস্টিক ফোলডারটা কখন নীচে পড়ে গিয়েছিল। যখন নজরে পড়ল তখন ফ্লাইটের সিঁড়ি সরিয়ে নেওয়া হয়েছে। সে-চিঠি পড়ে আমি তাজ্জব। মানে, আমরা ভাবছিলাম সায়েব কলকাতায় বিজনেসে খুব ব্যস্ত থাকবেন। আর ওয়ান বাণী চ্যাটার্জি লিখছেন মিস্টার দেশাইকে, ভেরি স্যরি, পার্সোনাল রিজনে ও-রাতে হোটেলে মিট করা সম্ভব হবে না। তবে মিস্টার দেশাই যদি খুব লোনলি অনুভব করেন তাহলে সুমিতা দাশের সঙ্গে ব্যবস্থা করতে পারেন। ইনট্রোডাকশন দেওয়া থাকবে, কোনো অসুবিধে হবে না, শুধু হোটেল থেকে এই নম্বরে ফোন করলেই হল এবং বাণী চ্যাটার্জির নাম বলতে হবে।”
ইন্সপেকটর চ্যাটার্জি ভেবেছিলেন এই চিঠি মিস্টার দেশাইয়ের অফিসে ফেরত পাঠিয়ে দেবেন। একবার ইচ্ছে হয়েছিল, মিসেস দেশাইকে চিঠিটা উপহার দেবেন। তারপর কী ভেবে চ্যাটার্জি কিছুই করেননি। পরের বার এয়ারপোর্টে দেশাইয়ের হাতেই চিঠিটা তুলে দেবার অপেক্ষায় আছেন
বিমানবন্দরে আমার পদযাত্রার তৃতীয় রাউন্ডে চ্যাটার্জির সঙ্গে দেখা হয়ে গেল ৷ নমস্কার করলেন, কেমন আছি জানতে চাইলেন। এঁর মুখ দেখে কে বলবে, প্যাসেঞ্জার-বাক্সর হিসট্রি নিয়ে ওইভাবে গবেষণা করেছেন এবং বাণী চ্যাটার্জির চিঠি ও সুমিতা দাশের ছবি এখনও তাঁর হেফাজতে রয়েছে!