বই এর প্রথম ফ্লাপ
এ এক নায়িকার উপাখ্যান। জীবনের প্রতি পদে যার বাঁধন। এমন এক পরিবারে তার জন্ম, বড় হয়ে ওঠা, যেখানে সমস্তটাই গা- জোয়ারি, সমস্তটাই জটিল-কুটিল স্বার্থ- প্রণোদিত। একটার পর একটা আবাঞ্ছিত ঘটনার কালো পর্দায় তার জীবন ঢেকে যায় নিকষ কালো আঁধারে। এক পরিবার তত্ত্ব তাকে শয়নে-স্বপনে-জাগরণে অশরীরী এক ইচ্ছাশক্তির মতো তাড়া করে বেড়ায়। সেই অদম্য ইচ্ছাশক্তিকে পাথেয় করে সে চায় এগিয়ে চলতে। মাথা উঁচু করে দাঁড়াতে। এক গভীর আকুলতায় দীর্ণ হয় তার হৃদয়। অথই পারাবার পার হওয়ার চেষ্টা করে। সফলতাও আসে। একমাত্র ছেলে বাবুইকে নিয়ে শত প্রতিকূলতার মধ্যেও জীবন নদীতে বৈঠা বেয়ে চলে। তার সামনে নতজানু হতে বাধ্য হয় অন্যরা, যারা এতদিন ক্রমাগত তার অস্তিত্বকে অস্বীকার করে এসেছে।
নিপুণ দক্ষতার সঙ্গে এই উপাখ্যান বুনেছেন এ-সময়ের প্রথম সারির লেখক বাণী বসু। এ কোনও ইচ্ছাপূরণের রূপকথা নয়। তবে এ-কাহিনির প্রতি ছত্রে পাঠক হয়তো খুঁজে পাবেন নিজেকে। ...