Category:#10 Best Seller inপশ্চিমবঙ্গের বই: ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
নেতা চাই নেতা
লেখকের কথা
‘নেতা চাই নেতা’ একটি অন্য ধরনের বই। গণতান্ত্রিক দেশে আমরা সবাই ভোট দিয়ে থাকি। ভোট যখন দিই তখন আমরা চাই বা না চাই আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে হয়। আমরাও দেশের এক বৃহৎ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হয়ে পড়ি। আর সেজন্যই নেতৃত্বের স্বরূপ, দেশ-বিদেশের নেতাদের পতন অভ্যুদয়ের কথা, রাজনৈতিক পরিবর্তনে জনগণের ভূমিকার কথা অনিবার্যভাবে এসে পড়ে। সামগ্রিকভাবে সাধারণ মানুষের রাজনৈতিক শিক্ষারও দরকার হয়ে পড়ে। সাধারণ মানুষ যদি রাজনীতি সম্পর্কে ক্রমশ অনাগ্রহী হয়ে পড়েন তাহলে দেশে কখনও ভাল সরকার আসতে পারে না কারণ জনসাধারণ যে সরকারের যোগ্য, সেই সরকারই পায়।
এই কথাগুলি মাথায় রেখেই নেতা চাই নেতা বইটি লেখা শুরু করি। আমি একদা ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলাম। কিন্তু যেদিন সাংবাদিকতায় যোগ দিই সেদিনই দলীয় রাজনীতির সঙ্গে সংস্রব ত্যাগ করি। তারপর বহু রাজনৈতিক নেতার সঙ্গে প্রেশার সূত্রে ঘনিষ্ঠভাবে মিশেছি কিন্তু কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হইনি। তবে আমার নিজস্ব রাজনৈতিক ভাবনা ও চিন্তা চিরকালই রয়ে গিয়েছে।
সমাজ সৃষ্টিতে সক্ষম তেমন ভাবনা-চিন্তার কথাও এই বইতে লিখেছি। তবে তার জন্য চাই একজন যোগ্য নেতা। সেই নেতার সন্ধানেই আমার সুদীর্ঘ অন্বেষা । যদিও আমি বিশ্বাস করি ব্যক্তিমানুষের সার্বিক উন্নয়ন ছাড়া সমাজ দেশ তথা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। সুস্থ পারিবারিক ও সামাজিক বাতাবরণ সুনাগরিক গড়ারও অন্যতম শর্ত। মুক্ত গণতান্ত্রিক পরিবেশেই মুক্ত গণতান্ত্রিক ধ্যানধারণার সৃষ্টি হতে পারে। একজন নেতা একটি সুস্থ শক্তিশালী সমাজ গড়ে তুলতে পারেন। তাই চরিত্রবান ভুয়োদর্শী নেতার আজ দেশের বড় প্রয়োজন। “নেতা চাই নেতা’য় উল্লিখিত যাবতীয় তথ্য সংবাদপত্র, সাময়িকপত্র বিভিন্ন রেফারেন্স গ্রন্থ ও আমার ৫০ বছরের সাংবাদিকতার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে পাওয়া। আমি নতুন কিছু বলার চেষ্টা করিনি, বিভিন্ন ঐতিহাসিক ও রাজনৈতিক ঘটনার বিশ্লেষণ করেছি মাত্র।
Report incorrect information