Category:প্রত্নতত্ত্ব ও প্রত্নতাত্ত্বিক ইতিহাস
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
বাংলার একটি গুরুত্বপূর্ণ ঐশ্বর্য বাংলার টেরাকোটা মন্দির। প্রধানত সপ্তদশ থেকে উনিশ শতকের মধ্যে নির্মিত এই মন্দিরগুলি বাংলার সাংস্কৃতিক ইতিহাস চর্চার জন্য জরুরি। শুধু বিষ্ণুপুর বা কালনায় নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় তিনশো বছর ধরে অসংখ্য অসাধারণ মন্দির নির্মিত হয়েছে। টেরাকোটা অলংকরণের নানা বৈচিত্র্যে ও প্রাচুর্যে সেগুলি সমৃদ্ধ। একদিকে পৌরাণিক দেবদেবী ও আখ্যান, অন্যদিকে অভিজাত ও সাধারণ মানুষের জীবনের নানা খুঁটিনাটি তার মধ্যে ধরা পড়েছে। কোনও একটি প্রথাসম্মত শিল্পতত্ত্বের আয়ত্তে পড়ে না এই মন্দিরগুলির অলংকরণ। এর প্রধান উপাদান উঠে আসছে বিভিন্ন সাহিত্যিক বা সামাজিক উৎস থেকে। মন্দিরের অলংকরণের পাশাপাশি সাহিত্য এবং সমাজের বিভিন্ন সূত্র থেকে সেই আখ্যানগুলির উৎসসন্ধান এই গ্রন্থের প্রধান লক্ষ্য। একদিকে সাহিত্যের অধ্যয়ন, অন্যদিকে শিল্প ইতিহাস— দুটি পরস্পর সম্পৃক্ত বিষয়কে একসঙ্গে করে দেখার কারণে গ্রন্থটি বাংলা সংস্কৃতিচর্চার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন। সঙ্গে রয়েছে প্রাসঙ্গিক ছবি, যা বিষয়বস্তুকে বুঝতে সহায়তা করবে।
Report incorrect information