গহিন, দুর্গম এক জঙ্গলের গল্প এটি। দিনের আলো ঢুকতে পারে না এমনই দুর্ভেদ্য বন। সেই দুর্গম অরণ্যে মানুষের কোনও যাতায়াত নেই। লোকবসতিও অনেক অনেক দূরে। সেখানে এক ছিল খরগোশ পরিবার। সব মিলিয়ে তারা পাঁচ জন। সুখের সংসার। মা-বাবা, তিন ছেলে। তিন তিনটা নরম, তুলতুলে বাচ্চা খরগোশ ওরা। বাবা-মার আদর আহ্লাদ পেয়ে খুশিতে ডগোমগো সারাক্ষণ। বনের ভেতরে এক ঝোপের ভিতরে লম্বাটে, গভীর এক গর্তে থাকে ওরা। আস্তানাটা ভারি নিরাপদ। বাইরে থেকে কোনও শত্রু সেখানে সহজে ঢুকতে পারবে, এমন কায়দা নেই। চাইলেও পারবে না, এমনই সুরক্ষিত। এ কারণে নিরাপত্তা নিয়ে কোনও বাড়তি চিন্তা বা উদ্বেগ নেই খরগোশ-পরিবারের।